
সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ডালিয়া খাতুন (৪৫) নামের এক নারীকে হত্যার পর লাশ গভীর নলকূপের পাইপের মধ্যে ফেলে দেওয়ার ঘটনা ঘটিয়েছে স্বামী ফন্টু। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার রায়লক্ষীপুর গ্রামের গাবতলা মাঠের সৌর বিদ্যুৎ চালিত গভীর নলকূপের পাইপের মধ্যে লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধারের চেষ্টা করে। তবে বৈরী আবহাওয়ার কারণে লাশটি উদ্ধার করতে ব্যর্থ হয়। নিহত ডালিয়া খাতুন উপজেলার আইলহাঁস ইউনিয়নের কোলবাগুন্দা গ্রামের ফণ্টু মিয়ার স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার খাসবাগুন্দা গ্রামের ইসলাম মণ্ডলের ছেলে ফন্টু ও ডালিয়া খাতুনের পাঁচ বছর বয়সী একটি মেয়ে সন্তান আছে। কিন্তু সম্প্রতি ফন্টু পাশের গ্রামের এক মহিলার সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। এরই মধ্যে ফন্টু তার স্ত্রী ডালিয়াকে দিয়ে একটি এনজিও থেকে ঋণ নেন। সেই টাকা নিয়ে ফন্টু পরকীয়া প্রেমিকাকে নিয়ে ঢাকায় পালিয়ে যায়। কিন্তু পনের দিনের মধ্যেই টাকা শেষ হয়ে গেলে ঢাকা থেকে চলে আসে ফন্টু। এসময় ডালিয়ার সঙ্গে ফন্টুর বিরোধের সৃষ্টি হয়। এরই মধ্যে গত বুধবার সন্ধ্যায় নিঁখোজ হয় ডালিয়া। প্রতিবেশিরা ভেবে নেন ডালিয়া হয়তো রাগ করে তার বাপের বাড়িতে চলে গেছে।
তবে গতকাল দুপুরের দিকে ডালিয়ার কিছু স্বর্ণালঙ্কার সরোজগঞ্জ বাজারে বিক্রি করতে যায় ফন্টু। এসময় প্রতিবেশী এক যুবক ফন্টুকে স্বর্ণালঙ্কার বিক্রি করতে দেখলে তার মনে সন্দেহ হয়। বিষয়টি জানা জানি হলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ফন্টুকে আটক করে তার নিঁখোজ স্ত্রী ডালিয়ার বিষয়ে জিজ্ঞাসাবাদ করে। এসময় ফন্টু ডালিয়ার লাশ গাবতলা মাঠের সৌর বিদ্যুৎ চালিত গভীর নলকূপের পাইপের মধ্যে আছে বলে জানায়।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, বেশ কয়েক মাস আগে ডালিয়া খাতুন এনজিও থেকে উত্তোলন করে। সেই টাকা নিয়ে স্বামী ফন্টু মিয়া ঢাকায় পালিয়ে যায়। বেশ কিছুদিন আগে ঢাকা থেকে ফন্টু মিয়া বাড়িতে ফিরে এলে দুজনের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এরই জের ধরে গতকাল দুপুর থেকে উভয়ের মধ্য কথাকাটাকাটি হয়। সন্ধার দিকে স্ত্রীকে হত্যার পর স্বামী লাশ গুম করার জন্য রায়লক্ষীপুর গ্রামের গাবতলা মাঠের সৌর বিদ্যুৎ চালিত গভীর নলকূপের পাইপের মধ্যে ফেলে দেয়। বিকেলে গ্রামের কৃষকরা মাঠে গেলে ওই পাম্পের পাইপের পাশে চুল ও রক্ত দেখেতে পেয়ে পাইপের ভেতরে তাকালে ওই নিঁখোজ নারীর লাশ খুঁজে পায়।
ওসি আরও বলেন, অভিযুক্ত ফন্টুকে চুয়াডাঙ্গার সরোজগঞ্জ বাজার থেকে স্ত্রীর স্বর্ণের গহনা বিক্রির সময় আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফন্টু তার স্ত্রীকে হত্যার বিষয়টি স্বীকার করেছে। লাশটি পাইপের গভীরে চলে যাওয়ায় এবং বৈরী আবহাওয়ার কারণে লাশ উদ্ধার করা সম্ভব হয়নি। শুক্রবার (আজ) ফায়ার সার্ভিস টিমের সহায়তায় লাশ উদ্ধার করা হবে।