আলমডাঙ্গায় সুপেয় পানির প্লান্টের উদ্বোধন

আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গার পৌর শহরে প্রথমবারের মতো সুপেয় পানির প্লান্ট নির্মাণকাজের উদ্বোধন করেছেন পৌর মেয়র হাসান কাদির গনু। গতকাল বুধবার বেলা ১১টায় শহরের তাঁতী শেড প্রাঙ্গণে এ প্লান্ট স্থাপন করা হয়। এ প্লান্ট থেকে পৌর শহরের হাজারো মানুষ বিশুদ্ধ পানি পাবে। উদ্বোধন অনুষ্ঠানে পৌর মেয়র হাসান কাদির গনু বলেন, ‘পৌর শহরে সাধারণ মানুষের জন্য প্রথমবারের মতো সুপেয় পানির প্লান্ট স্থাপন করা হচ্ছে। এ প্লান্ট থেকে ঠান্ডা, গরম ও বিশুদ্ধ পানি পাওয়া যাবে। সুপেয় পানির প্লান্টটি স্বর্গীয় শিবনারায়ণ ভৌতিকা ও স্বর্গীয় গীতা ভৌতিকার নামে স্থাপন করা হচ্ছে। পানির প্লান্ট স্থাপনে ব্যয় ধরা হয়েছে প্রায় ৬ লাখ টাকা। এ অর্থ ব্যয় করবে স্বর্গীয় শিবনারায়ণ ভৌতিকা ও স্বর্গীয় গীতা ভৌতিকার পরিবারবর্গ। প্রতি ঘণ্টায় এ পানির প্লান্ট থেকে ২ শ লিটার পানি শোধন করে সাধারণ মানুষ পান করতে পারবে।’
এসময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌর প্যানেল মেয়র মজিবুল হক, সাবেক উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, সুশিল কুমার ভৌতিকা, গার্মেন্টস মালিক সমিতির সভাপতি বাবলু, সাধারণ সম্পাদক রনি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনিন্দ্রনাথ দত্ত, বীর মুক্তিযোদ্ধা মইনুদ্দিন পারভেজ, উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি ডা. অমল কুমার বিশ্বাস, পৌর প্রকৌশলী আসাদ, সুমন, রুহুল, জয় বিশ্বাস, কাসিয়া প্রসাদ আগরওয়ালা, সুশিল কুমার ভৌতিকা, পবন কুমার ভৌতিকা, অমিত কুমার ভৌতিকা, সুমিত কুমার ভৌতিকা, বাপ্পি, বিপুল, হৃত্তিক প্রমুখ।