আমরা অসহায় মানুষের পাশে সবসময় দাঁড়িয়েছি, এখনও আছি

আলমডাঙ্গায় সুদমুক্ত ক্ষুদ্র ঋণ বিতরণ অনুষ্ঠানে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু সালেহ

আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে পল্লী সমাজসেবা কার্যক্রমের আওতায় সুদমুক্ত ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার উপজেলা সমাজসেবা কার্যালয়ে এ ঋণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির থেকে বক্তব্য দেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) ড. আবু সালেহ মোস্তফা কামাল।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সরকার সামাজিক সুরক্ষার জন্য সমাজসেবা অধিদপ্তর থেকে অসংখ্য কর্মসূচি গ্রহণ করেছে। গ্রামীণ ব্যাংকের ২ বছর আগে থেকে আমরা সুদমুক্ত ক্ষুদ্র ঋণ বিতরণ করছি। অথচ গ্রামীণ ব্যাংক সুদযুক্ত ঋণ দিয়েও নোবেল পুরস্কার পেল। আমরা অসহায় মানুষের পাশে সবসময় দাঁড়িয়েছি, এখনও আছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমাজসেবা অধিদপ্তরকে ঢেলে সাজিয়েছিলেন, তখন থেকে গরীব অসহায় মানুষদের এই দপ্তরের মাধ্যমে সেবা দিয়ে আসছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নেই, কিন্তু তাঁর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে সামাজিক সকল প্রকার সুরক্ষা দিয়ে চলেছেন এ দেশের মানুষকে।
তিনি আরও বলেন, ‘আমি এই দপ্তরের দায়িত্ব নেওয়ার পর দেখলাম এই অঞ্চলটি খুবই অবহেলিত। এখানে অনেকে বলছেন উপজেলা পরিষদের রাস্তাটি সংস্কার করা হয় না, আপনারা প্রকল্প গ্রহণ করে জেলা প্রশাসকের মাধ্যমে পাঠান। আমি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবকে বলে করে দেব। জেলা প্রশাসক আমিনুল ইসলাম আমার সঙ্গে একই মন্ত্রণালয়ে চাকরি করেছেন, তিনি অনেক অ্যাকটিভ কর্মকর্তা। তাকে আপনারা ব্যবহার করে কাজ করিয়ে নেন।’
এসময় আরও বক্তব্য দেন খুলনা বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মো. আব্দুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান আয়ুব হোসেন, পৌর মেয়র হাসান কাদির গনু, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক সিদ্দিকা সোহেলী রশীদ, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রেজওয়ানা নাহিদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালমুন আহম্মেদ ডন, মহিলা ভাইস-চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম আজম, বীর মুক্তিযোদ্ধা মইনদ্দিন পারভেজ ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টার।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু মুছা, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ নূর মোহাম্মদ জকু, চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি মোজাহিদুর জোয়ার্দ্দার লোটাস প্রমুখ। পরে উপজেলা পল্লী সমাজসেবা কার্যক্রমের আওতায় মোট ৪৪ জনের মধ্যে ৮ লাখ ২২ হাজার টাকা সুদমুক্ত ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়। একই দিন বিভিন্ন এতিম শিশুদের মাঝে উপকরণ প্রদান করা হয়।