
আলমডাঙ্গা অফিস:
চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের রোগমুক্তি ও সুস্থতা কামনায় আলমডাঙ্গায় দোয়া অনুষ্ঠিত। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এই দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। চিৎলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হারেজ উদ্দিনের সভাপতিত্বে দোয়া মাহফিল পূর্বক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চিৎলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খন্দকার আব্দুল বাতেন শাহ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন চুয়াডাঙ্গার আওয়ামী লীগের শেষ ঠিকানা। বিগত ১ যুগেরও বেশি সময়ে চুয়াডাঙ্গায় ব্যাপক উন্নয়ন করেছেন তিনি। কর্মীরা এমপি ছেলুন জোয়ার্দ্দারের একান্ত অনুগত। দীর্ঘবছর চুয়াডাঙ্গা জেলার আওয়ামী লীগের রাজনীতি নিজ হাতে করে তৈরি করেছে তিনি। আমরা মহান সৃষ্টিকর্তার নিকট তার রোগমুক্তি ও দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করব।’
এসময় উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম, জমির আলী, সোহেল শাহ, শমসের মন্ডল, মনিরুল ইসলাম, আবুছদ্দিন, সোবহান আলী, কবির, আব্দুল মালেক, আব্দুল হোসেন, মিঠুন, আব্দুল্লাহ, মহাসিন আলী, রবি, শফিউদ্দিন, আব্দুল হান্নান, শাহিন, কাশেম আলী, মসলেম মণ্ডল, আরজান, মতি, আনোয়ার, মণ্টু, আলম, আবুল বাসার, আব্দুল হান্নান, বাবলু মল্লিক, মজিবর রহমান প্রমুখ। দোয়া পরিচালনা করেন মাওলান আব্দুর রহমান।