
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গায় সাংবাদিক নাসির উদ্দিনের ছেলে মাসুম বিল্লাল ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গত সোমবার দিবাগত রাত ১টার দিকে নিজ বাড়িতে অবস্থানকালে স্ট্রোকে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩৫ বছর। মাসুম বিল্লাল দৈনিক পশ্চিমাঞ্চল পত্রিকার হাটবোয়ালিয়া প্রতিনিধি নাসির উদ্দিনের বড় ছেলে। মৃত্যুকালে তিনি পিতা-মাতা, স্ত্রী ও দুই কন্যাসন্তান রেখে গেছেন। এদিকে, মাসুম বিল্লালর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি ও সম্পাদকসহ সকল সদস্যরা।