আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নারীসহ দুজন আহত

আলমডাঙ্গা অফিস:

আলমডাঙ্গার বৈদ্যনাথপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দুজন আহত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে আমমান আলী নামের এক ব্যক্তি ও পিকআপের ধাক্কায় অজ্ঞাতনামা এক নারী আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে স্থানীয় বাসিন্দা। সূত্রে জানা যায়, আলমডাঙ্গার বৈদ্যনাথপুর গ্রামের রবিউল হকের ছেলে আসমান আলী মোটরসাইকেলযোগে যাচ্ছিলেন। তিনি বাচ্চুর বিস্কুট ফ্যাক্টরির সামনে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেলে হাত-পা ভেঙে যায়। এদিকে রাতে হাটবোয়ালিয়া-আলমডাঙ্গা সড়কের বৈদ্যনাথপুর জলকামান মাঠের কাছে অজ্ঞাতনামা এক নারীকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে স্থানীয় লোকজন। পিকআপের ধাক্কায় তার মাথা জখম হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাকে হারদী হাসপাতালে ভর্তি করা হয়েছে।