আলমডাঙ্গায় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

আলমডাঙ্গা অফিস:
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। শিশুটির বয়স মাত্র ৪ বছর। গতকাল মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে ওই বৃদ্ধকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত বৃদ্ধ মোজাম্মেল হক মোজাম (৬৫) আলমডাঙ্গার কালিদাশপুর ইউনিয়নের আসাননগর গ্রামের মৃত মফেল মণ্ডলের ছেলে। এ ঘটনায় গতকালই ভুক্তভোগী শিশুটির পিতা বাদী হয়ে মোজাম্মেল হক মোজামের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগে আলমডাঙ্গা থানায় মামলা করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বিকেল ৪টার দিকে শিশুটি বাড়ির পাশে খেলা করছিলো। এসময় প্রতিবেশী মোজাম্মেল শিশুটিকে তার বাড়িতে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। সেসময় শিশুটি চিৎকার চেঁচামেচি শুরু করে। চিৎকার শুনে শিশুটির বাবা-মা মোজাম্মেলের বাড়িতে ছুটে গিয়ে তাকে উদ্ধার করে বাড়িতে নেয়। এসময় প্রতিবেশীরা ওই বৃদ্ধকে গণপিটুনি দেয়। খবর পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশ বৃদ্ধ মোজামকে গ্রেপ্তার করে।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, ‘শিশুটির পিতা বাদী হয়ে একটি অভিযোগ করেছেন। গতকালই অভিযুক্তকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’