শিরোনাম:
আলমডাঙ্গায় শহীদ টগরের শাহাদতবার্ষিকী উপলক্ষে দোয়া
আলমডাঙ্গা অফিস:
- আপলোড টাইম : ০৯:৪৪:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪
- / ৩৩ বার পড়া হয়েছে
আলমডাঙ্গার গোবিন্দপুর খন্দকারপাড়া জামে মসজিতে শহীদ টগরের ৫২তম শাহাদতবার্ষিকী পালন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বাদ আসর দোয়া ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন মসজিদ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার ইসমাইল হোসেন। প্রধান বক্তা ছিলেন আলমডাঙ্গা উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল কুদ্দুস। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, বীর মুক্তিযোদ্ধা সাজ্জাদ মাস্টার, শহীদ টগরের সহোদর বীর মুক্তিযোদ্ধা খন্দকার জামসেদ নূরী বকুল, খন্দকার আনোয়ারুল ইসলাম কুটু, আলো মিয়া, খন্দকার খাইরুল ইসলাম, মীর মনিরুজ্জামান, মীর হাকিম, রাকিবুল ইসলাম প্রমুখ। সভা শেষে শহীদ টগর ও শহীদ আশুর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম মাওলানা ফজর আলী।
ট্যাগ :