আলমডাঙ্গায় লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্র নিহত

চুয়াডাঙ্গার গড়াইটুপি ইউনিয়নে পাখিভ্যানের ধাক্কায় বৃদ্ধ নিহত

আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গায় লাটাহাম্বারের ধাক্কায় নাসিম (১১) নামের এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বিকেলে সাড়ে পাঁচটার দিকে খাসকররা ইউনিয়নের তিওরবিলা গ্রামের কুঠিপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই নাসিমের মৃত্যু হয়। নিহত নাসিম তিওরবিলা গ্রামের প্রবাসী রশিদুল হকের ছেলে ও ব্র্যাক প্রাথমিক বিদ্যারয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। এ ঘটনার পরেই চালক লাটাহাম্বার ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ লাটাহাম্বারটি উদ্ধার করে হেফাজতে নেয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে নিজ বাইসাইকেলে চালিয়ে প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল নাসিম। পথের মধ্যে কুঠিপাড়ায় পৌঁছালে সামনে থেকে আসা একটি লাটাহাম্বার নাসিমের সাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নাসিমের মৃত্যু হয়। খবর পেয়ে নাসিমের পরিবারের সদস্যরা মৃতদেহ বাড়িতে নিয়ে যায়। পরে আলমডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক লাটাহাম্বারটি আটক করে হেফাজতে নেয়।
এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে লাটাহাম্বারের ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে বলে জেনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। চালক পালিয়ে গেলেও লাটাহাম্বারটি হেফাজতে নেওয়া হয়েছে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’