
আলমডাঙ্গা অফিস:
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেকের দাফন সম্পন্ন হয়েছে। গত বৃহস্পতিবার রাত ১০টায় উপজেলার হাটবোয়ালিয়া গ্রামে জানাজা শেষে তাকে দাফন করা হয়। এর আগে দুপুরে হাটবোয়ালিয়া গ্রামের নিজ বাড়িতে অবস্থানকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন। নিহত আব্দুল খালেক হাটবোয়ালিয়া গ্রামের মৃত বাকের আলীর ছেলে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭২ বছর।
জানা যায়, বিকেলে স্থানীয় একটি মাঠে বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেককে গার্ড অব অনার প্রদান করা হয়। চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স ও আলমডাঙ্গা থানা পুলিশের একটি টিম বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করে। এসময় জাতীয় পতাকা দিয়ে নিহতের লাশ আবৃত করা হয়। গার্ড অব অনার প্রাদানকালে উপস্থিত থেকে সালাম প্রদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রনি আলম নূর। পরে জানাজা নামাজ শেষে রাত ১০টায় স্থানীয় কবরস্থানে তার লাশের দাফন কার্য সম্পন্ন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল আলিম, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম মাস্টারসহ মুক্তিযোদ্ধাবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।