‘চোরের উপদ্রপ ঠেকাতে সিসি ক্যামেরা সচল রাখতে হবে’

আলমডাঙ্গায় মাসিক আইনশৃঙ্খলা কমিটি ও বনিক সমিতির সভা অনুষ্ঠিত

আলমডাঙ্গা অফিস:

আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। একই দিন আলমডাঙ্গা বণিক সমিতির উদ্যোগে পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদের মিলনায়তনে মাসিক আইনশৃঙ্খলা কমিটি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রনি আলম নূরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার সালমুন আহমেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা নাহিদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাদি জিয়াউদ্দিন আহমেদ, উপজেলা কৃষি অফিসার হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল আলিম।

আলমডাঙ্গা কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামিম রেজার উপস্থাপনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার রেহেনা পারভীন, আলমডাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলুল হক, উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা, মৎস্য কর্মকর্তা ফাতেমা কামরুন নাহার আঁখি, মহিলাবিষয়ক কর্মকর্তা মাকসুরা জান্নাত, বিআরডিবি কর্মকর্তা শায়লা শারমিন, তথ্য কর্মকর্তা স্নিগ্ধা দাস, সমাজসেবা অফিসার নাজমুল হক, ভিডিপি কর্মকর্তা আজিজুল হাকিম, উপজেলা প্রকৌশলী আরিফুদৌলা, কুমারী ইউপির চেয়ারম্যান আবু সাঈদ পিণ্টু, কালিদাসপুর ইউপি চেয়ারম্যান আসাদুল হক মিকা, বাড়াদী ইউপি চেয়ারম্যান তবারক হোসেন, হারদী ইউপি চেয়ারম্যান আশিকুজ্জামান ওল্টু, ভাংবাড়িয়া ইউপি চেয়ারম্যান সোহানুর রহমান, চিৎলা ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান সরোয়ার, গাংনী ইউপি চেয়ারম্যান ইবাদুল হক মুন্সি, ডাউকি ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম, জামজামি ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, বেলগাছি ইউপি চেয়ারম্যান মাহমুদুল হাসান প্রমুখ।

এদিকে, আলমডাঙ্গা বণিক সমিতির উদ্যোগে পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা গতকাল রাত সাড়ে ৭টার দিকে বণিক সমিতির অফিসে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন। প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম।

তিনি বলেন, ‘মাননীয় সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার আলমডাঙ্গার আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে প্রায় ৬ লাখ টাকা দিয়ে সিসি ক্যামেরা কিনে দিয়েছেন। যে কারণে আমরা সহজে আইনশৃঙ্খলা রক্ষা করতে সক্ষম হচ্ছি। সামনে পবিত্র রমজান ও ঈদুল ফিতর। তাই সকলকে সজাগ থাকতে হবে। এবার পুরুষ চোরের পাশাপাশি মহিলা চোরের উপদ্রপ বাড়বে। কারণ বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে। তাই সিসি ক্যামেরা সচল রাখতে হবে। সিসি ক্যামেরা রক্ষণাবেক্ষণ করতে হবে।’

সভায় বিশেষ অতিথি ছিলেন হার্ডওয়্যার মালিক সমিতির সভাপতি লিয়াকত আলী লিপু মোল্লা, বৃহত্তর কাপড় ব্যবসায়ী সমিতির সভাপতি গোলাম রহমান সিঞ্জুল, বণিক সমিতির সহসভাপতি কামরুজ্জামান হিরা, কোষাধ্যক্ষ আলাউদ্দিন, সদস্য জয়নাল ক্যাপ ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম। বণিক সমিতির সাধারণ সম্পাদক কামাল হোসেনের উপস্থাপনায় বক্তব্য দেন শেখ আমানুল্লাহ, গার্মেন্টস সমিতির সভাপতি আব্দুস সমাদ বাবলু, সাধারণ সম্পাদক কামরুল হক রনি প্রমুখ। সভায় সিসি ক্যামেরা রক্ষণাবেক্ষণ করার জন্য বণিক সমিতির সাধারণ সম্পাদক কামাল হোসেনকে আহ্বায়ক, রনি, জয়নাল ক্যাপ ও লিটনকে যুগ্ম আহ্বায়ক করে ৩৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।