আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা উপজেলা খাদ্য বিভাগের উদ্যোগে বোরো ধান সংগ্রহ ২০২৩ এর উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় প্রধান অতিথি থেকে খাদ্য গুদামে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রনি আলম নূর। উদ্বোধন শেষে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল হামিদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, মিল মালিক সমিতির সভাপতি আশরাফুল হক, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন। উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা লিটন কুমার বিশ্বাসের পরিচালনায় সভায় বক্তব্য দেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মণ্টু, সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম আজম, সিনিয়র সাংবাদিক আতিয়ার রহমান, প্রশান্ত বিশ্বাস, ফিরোজ ইফতেখার, রোকন, মিলচাতাল মালিক মনিরুজ্জামান পিণ্টু, অশোক কুমার সাহা, শূশিল কুমার ভৌতিকা, বিপুল সাহা প্রমুখ।
এ বছর খাদ্য গুদামে ৪৪ টাকা কেজি দরে ১ হাজার ৪৮৭ মেট্রিক টন চাল, ৩৫ টাকা কেজি দরে ১৩৫ মেট্রিক টন গম, ৩০ টাকা কেজি ধরে ৯৫৫ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি রনি আলম নূর বলেন, ‘আমারা আমাদের চাহিদা মোতাবেক খাদ্যদ্রব্য ক্রয় করতে সমর্থ হব বলে আশা করছি। প্রকৃত কৃষকদের থেকে ধান ক্রয় করা হবে এবং মিল মালিকদের থেকে সঠিক সময়ের মধ্যে চাল ও গম ক্রয় করা হবে। সকল মিল ও চাতাল মালিকদের সহায়তা পেলে আমাদের লক্ষ পুরণ সম্ভব হবে।’