আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা থানা ও ফাঁড়ি পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ১১ জন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার দিবাগত রাতে আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- আলমডাঙ্গা স্টেশনপাড়ার রেজাউল ইসলামের ছেলে রবিউল ইসলাম (২৮), বন্ডবিল গ্রামের শফি মোল্লার ছেলে রিয়াজ উদ্দিন ওরফে মামুন (৪২), হারদী ইউনিয়নের বামানগর গ্রামের কাজী আজগর আলীর ছেলে আবু সালাম, একই গ্রামের সাইফুল ইসলামের ছেলে সেলিম মিয়া, শরিয়ত উল্লার ছেলে সুজন আলী, কালিদাসপুর ইউনিয়নের শ্রীরামপুর নতুনপাড়ার মৃত কিতাব আলীর ছেলে শের আলী (৪৫), একই গ্রামের ওমেজ আলীর ছেলে মানিক (৩০), উপজেলার ভোলারদাঁড়ি গ্রামের নিয়ামত আলীর ছেলে ইকারদ্দিন, তিয়রবিলা গ্রামের শুকুর আলীর ছেলে মিণ্টু বিশ্বাস, কয়রাডাঙ্গা গ্রামের রিজাউলের ছেলে আশিকুর রহমান ও জামজামি গ্রামের মৃত হারান আলীর ছেলে মিলন মণ্ডল।
পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুনের নির্দেশে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলামের নেতৃত্বে আলমডাঙ্গা থানার অফিসার ও ফোর্সগণ এ অভিযান পরিচালনা করে। অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ১১ আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গতকালই গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।