চুয়াডাঙ্গা রবিবার , ৫ মার্চ ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

আলমডাঙ্গায় বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত

নিউজ রুমঃ
মার্চ ৫, ২০২৩ ৭:২৫ পূর্বাহ্ণ
Link Copied!

আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গায় বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার আলমডাঙ্গা সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে মরহুম শেখ শামসুদ্দিন আহমেদের পরিবার, প্রবাসী আব্দুল কাদির ও যশোরের আদ্-দ্বীন হাসপাতাল এই চক্ষু শিবিরের আয়োজন করে। গতকাল দিনব্যাপী চক্ষু শিবিরে ১ হাজার ১১২ জন রোগীকে বিনামূল্যে সেবা দেওয়া হয়। এদের মধ্যে ৪১৩ জনকে চশমা এবং ২০৫ জনকে চোখের ছানি অপারেশনসহ সে সময় থাকা-খাওয়ার ব্যবস্থার প্রতিশ্রুতি দেওয়া হয়।
এর আগে সকালে আব্দুল কাদিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে চক্ষু শিবিরের উদ্বোধন করেন আলমডাঙ্গা পৌরসভার মেয়র হাসান কাদির গনু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা নাহিদ, আদ্-দ্বীন হাসপাতালের চেয়ারম্যান ডা. শেখ মহিউদ্দিন ও আলমডাঙ্গা পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইলিয়াস হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন সমাজকর্মী শেখ সাইফুল ইসলাম। সার্বিক দায়িত্বে ছিলেন ক্রীড়া সংগঠক শেখ আব্দুল জব্বার।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবীণদের স্বাস্থ্য সমস্যা একটু বেশি হয়। তবে তাদের সহায়তা পাওয়ার ব্যবস্থা খুবই অপ্রতুল। যে সকল প্রবীণরা স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত, তাদের চিহ্নিত করে শেখ শামসুদ্দিন আহমেদের পরিবাররের ব্যবস্থাপনায় এই চক্ষু শিবিরের আয়োজন করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।