আলমডাঙ্গা অফিস:
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বাসে ওঠানোকে কেন্দ্র করে বাসের হেল্পার ও ইজিবাইক মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় একে অপরকে কিল-ঘুষি মেরে আহত করে। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে আলমডাঙ্গা রেল স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। আহত দুজন হলেন- উপজেলার গোবিন্দপুর গ্রামের রফিকুলের ছেলে বাস হেল্পার কামাল হোসেন ও ফরিদপুর গ্রামের ইজিবাইক চালক খাইরুল ইসলাম।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল দুপুরে বাসে যাত্রী ওঠানোকে কেন্দ্র করে কামাল ও খাইরুল বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এরই এক পর্যায়ে দুজন দুজনকে কিল ঘুষি মারতে থাকলে খাইরুল রক্তাক্ত জখম হয়। জখম অবস্থায় সে হারদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে কুষ্টিয়া জেনারেল হাপসাতালে রেফার্ড করেন। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে আলমডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
