আলমডাঙ্গায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা উপজেলার কলেজিয়েট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার সকাল আটটায় আলমডাঙ্গা সরকারি কলেজ মাঠে এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয়ের অধ্যক্ষ জামসিদুল হক মুনির সভাপতিত্ব করেন। উপধ্যক্ষ শামীম রেজার পরিচালনা ও তত্ত্বাবধানে অতিথি ছিলেন আলমডাঙ্গা বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন।
বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র-২ জহুরুল ইসলাম স্বপন, আলমডাঙ্গা সরকারি কলেজের সহকারী অধ্যাপক শেখ শফিউজ্জামান ও সিনিয়র প্রভাষক তাপস রশিদ। এসময় উপস্থিত ছিলেন রূপালী ব্যাংক দামুড়হুদা শাখার ম্যানেজার আব্দুল খালেক, বণিক সমিতির কোষাধ্যক্ষ আলাউদ্দিন আলা, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক নেতা শাহ আলমসহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকেরা। অধ্যক্ষ জামশেদুল হক মুনি বলেন, ‘দীর্ঘ ৩১ বছরের পথচলায় সফলতার অংশীদার অভিভাবক ও শিক্ষার্থী। আর ব্যর্থতা ও ভুলের দায় আমার। একদিন আমি থাকব না। কিন্তু এই প্রতিষ্ঠান টিকিয়ে রাখার দায়িত্ব আপনাদের।’ আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।