
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গার হলুদপট্টি থেকে একটি পাখিভ্যান চুরির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। গতকালই পাখিভ্যানটির মালিক ও চালক শাহাবুল হক চুরির বিষয়ে আলমডাঙ্গা থানায় অভিযোগ করেছেন। তিনি আলমডাঙ্গার হারদী ইউনিয়নের শেখপাড়া গ্রামের মৃত তাহাজ উদ্দিনের ছেলে। শাহাবুল হক জানান, গতকাল সকালে বাড়ির জন্য বাজার করতে আলমডাঙ্গা বাজারে যান তিনি। বাজারের হলুদপট্টিতে তার পাখিভ্যানটি রেখে বাজার করে ফিরে এলে দেখেন ভ্যানটি নেই। এসময় অনেক খুঁজেও ভ্যানটি না পেয়ে বুঝতে পারেন চোরচক্র ভ্যানটি চুরি করে নিয়ে পালিয়েছে। আয়ের একমাত্র উৎস পাখিভ্যানটি চুরি হওয়ায় বিপাকে পড়েছেন তিনি। উপায় না পেয়ে দারস্থ হয়েছেন আলমডাঙ্গা থানা পুলিশের। শাহাবুল আরও জানান, তার পাখিভ্যানটির মূল্য ৪০ হাজার টাকা।