আলমডাঙ্গায় পবিত্র রমজান উপলক্ষে চাল ও অর্থ বিতরণ

আলমডাঙ্গা অফিস:

আলমডাঙ্গায় মুক্তমনা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে পৌরসভার ১৬টি গ্রামের দরিদ্র, গরিব, অসহায় ও প্রতিবন্ধী ১ শ জনকে ১০ কেজি করে চাল, আলু, ডাল ও নগদ অর্থ দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত মুক্তমনা কল্যাণ ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে এসব অনুদান বিতরণ করা হয়।

অনুদানে পৃষ্ঠপোষকতায় ছিলেন মুক্তমনা কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি প্রবাসী ও ব্যবসায়ী মোহাম্মদ আজিম উদ্দিন, সহসভাপতি মো. মনিচুর রহমান, আন্তর্জাতিক শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক চিকিৎসা বিজ্ঞানী মাসুদ পারভেজসহ প্রবাসে অবস্থানরত সদস্যরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তমনা কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ডা. মহসীনুজ্জামান, দপ্তর সম্পাদক মো. রাসেল আহমেদ, সভাপতির সহোদর মো. মনোয়ার হোসেন মণ্টু, মিনাজ হোসেন, বাদল, ঝণ্টু মিয়া, সাংবাদিক এনএইচ শাওন ও সাইফ আহমেদ।