
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গায় বাউল ফকির আকবার আলী শাহের স্মরণে দুই দিনব্যাপী সাধু সংঘের উদ্বোধন করা হয়েছে। গত বুধবার সন্ধ্যায় শুরু হওয়া ৪৫তম এই সাধু সংঘ গতকাল বৃহস্পতিবার বিকেলে পূর্ণ সেবার মাধ্যমে শেষ হয়। চুয়াডাঙ্গা জেলা বাউল কল্যাণ সংস্থার সভাপতি মহিউদ্দিন ফকিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কালিদাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আশাদুল হক।
বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বাউল কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মুসলিম উদ্দিন শাহ্ জুড়োন, দাতা সদস্য ওহীদ চিশতী নিজামিয়া, সহ-সাধারণ সম্পাদক মোমতাজ উদ্দিন শাহ্ ও সাংস্কৃতিক সম্পাদক রবিউল শাহ্। এছাড়া উপস্থিত ছিলেন শহিদুল শাহ্, দীনু শাহ্, আলিয়া ফকিরানী, মনি শাহ্, নাসিমা ফকিরানী, বেরু শাহ্ প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা বাউল কল্যাণ সংস্থার সহসভাপতি তৌহিদ হাসান মাস্টার ও শাহিন আক্তার। সাধু সংঘের আয়োজন করে বাউল দরবেশ ফকির আকবার আলী সাংস্কৃতিক সংগঠন। সার্বিক পরিচালনা করেন ফকির গণী শাহ্। গান পরিবেশন করেন মহিউদ্দিন ফকির, মুসলিম উদ্দিন জুড়োন শাহ, শহিদুল শাহ্, বেরু শাহ্, আহসান হাবিব, মনি শাহ্, ইসমাইল শাহ্, সানোয়ার শাহ্ ও শওকত আলী।