আলমডাঙ্গায় তিন বন্ধুর দ্বন্দ্ব, পিটিয়ে জখম

জখম

সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বিলে মাছ ধরাকে কেন্দ্র করে তিন বন্ধুর মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আকমল হোসেন (৪৫) নামের এক ব্যক্তি গুরুতর জখম হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ৩টায় আলমডাঙ্গা উপজেলার শিশের দাড়ি বিলে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা জখম অবস্থায় আকমল হোসেনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। জখম আকমল হোসেন আলমডাঙ্গা উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের আলী ফকিরের ছেলে।
জানা যায়, বেশ কিছুদিন পূর্বে আকমল হোসেন, তার দুই বন্ধু রিপন ও ঝণ্টু মিলে শিশের দাড়ি বিলে মাছ ছাড়ে। গতকাল দুপুরে বিলে মাছ ধরতে যায় তারা। মাছ ধরার এক পর্যায়ে তিন জনের মধ্যে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। এসময় রিপন ও ঝণ্টু মিলে আকমলকে পিটিয়ে জখম করে। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় আকমলকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। এসময় জররি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে আকমলকে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি রাখেন।