
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা উপজেলা প্রশাসন ও কৃষি অফিসের উদ্যোগে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা কৃষি অফিস প্রাঙ্গনে এ কৃষি মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা কৃষি সম্প্রসারণ অফিসের উপ-পরিচালক বিভাস চন্দ্র সাহা। তিনি বলেন, বর্তমান সরকার কৃষকদের উন্নয়নের জন্য সবপ্রকার সহায়তা করছে। কৃষিতে সবচাইতে বেশি ভর্তুকি দিচ্ছে। কৃষকদের এখন লাইন দিয়ে সার ও ডিজেল নিতে হয় না। বিনামূল্যে সার, বীজসহ বিভিন্ন প্রণোদনা দিচ্ছে। যা ইতঃপূর্বে কোনো সরকার দেয়নি। বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার।
উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু মুছা, সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, পৌর আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, জেলা ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাবেক জেলা বিএনপির সহসভাপতি আলহাজ্ব মীর মহিউদ্দিন। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সোহেল রানার উপস্থাপনায় স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার হোসেন শহীদ সোহরাওয়ার্দি। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ নুর মোহাম্মদ জকু, বীর মুক্তিযোদ্ধা মইনদ্দিন পারভেজ, উপজেলা কৃষি অফিসের অতিরিক্ত কৃষি অফিসার রেহেনা পারভীন, বড় বোয়ালিয়া গ্রামের কৃষক আব্দুর রাজ্জাক প্রমুখ।