অভিভাবক সমাবেশ ও শিক্ষার্থীদের পাগড়ী পরিধান

আলমডাঙ্গায় তামিমুল কোরআন নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসায়

আলমডাঙ্গা অফিস:

আলমডাঙ্গায় তামিমুল কোরআন নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার আয়োজনে অভিভাবক সমাবেশ ও শিক্ষার্থীদের পাগড়ী পরিধান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে আলমডাঙ্গা ওয়াপদা কলোনীতে এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। তামিমুল কোরআন নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. একরামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসেন।

বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা ওলামা পরিষদের সভাপতি মাওলানা মুফতি জুনাইদ আল হাবিবি, সাধারণ সম্পাদক মুফতি মুস্তফা কামাল কাসেমী, তামিমুল কোরআন নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা কমিটির সহসভাপতি আলহাজ্ব লিয়াকত আলী লিপু মোল্লা, সদস্য হাজী আতিউল ইসলাম খান, হাজী শামসুল হক টুকু ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম।

মাদ্রাসা কমিটির সম্পাদক ইলিয়াস হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মাদ্রাসার মুহতারিম হাফেজ আইয়ুব হোসেন, কওমী মাদ্রাসা কমিটির সভাপতি মুফতি খালিদ সাইফুল্লাহ, সম্পাদক মুফতি আব্বাস উদ্দিন, আলমডাঙ্গা সরকারি কলেজের প্রভাসক ও আলইকরা একাডেমির পরিচালক আব্দুল হাই, সাহিনুর রহমান ও হাজী মতিয়ার রহমান।

এসময় উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক দেলোয়ার হোসেন, অভিভাবক মোস্তাফিজুর রহমান, আলী আকবর, ডা. আজিজুল হক শোমা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, হাজী সহিদুর রহমান, হাজী নুরুল ইসলাম, সাইফুল ইসলাম, আলমদ্দিন প্রমুখ। সভায় মাদ্রাসার ৭ জন শিক্ষার্থী আরজুল্লাহ, জাহিদুল ইসলাম, আসিফুর রহমান, রিফাতুজ্জামান, শাওন আলী, মাহবুব আলম ও আব্দুল্লাহ আল হুসাইন হাফেজ হওয়ায় অতিথিরা তাদের মাথায় পাগড়ী পরিয়ে দেন। এছাড়াও হাফেজদেকে পোশাকসহ বিভিন্ন উপহার প্রদান করা হয়েছে।