
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির আয়োজনে সমিতির ডায়াবেটিস রোগীদের রোজা শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সমিতির সভাপতি রহমান মুকুলের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সমিতির সাধারণত সম্পাদক ডা. মো. আব্দুল্লাহ আল মামুন। প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট গাইনি চিকিৎসক ডা. সামিনা আক্তার তন্বী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. জাকেরুল ইসলাম।
সেমিনারে অংশগ্রহণ করেন আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আসা প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদানকারী অর্ধশত চিকিৎসক। সেমিনারে রমজান মাসে ডায়াবেটিস আক্রান্ত রোগীদের চিকিৎসা, খাদ্যাভ্যাস ও সচেতনতার ওপর বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইলিয়াস হোসাইন, হাসান মল্লিক, আসাদুজ্জামান, লিয়াকত আলী, প্রদিপ কুমার, মুকুল, লিটন, নাসির উদ্দীন, মকলেছুর রহমান ও ল্যাব টেকনিশিয়ান শাপলা খাতুন।