আলমডাঙ্গায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক আটক

 

আলমডাঙ্গা অফিস:

আলমডাঙ্গা থানা-পুলিশ অভিযান চালিয়ে ৩১টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আমিরুল ইসলাম (৩৬) নামের এক যুবককে আটক করেছে। গতকাল বুধবার উপজেলার বকসিপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। তিনি একই গ্রামের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বকসিপুর গ্রামে অভিযান চালিয়ে ৩১টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আমিরুল ইসলামকে আটক করা হয়। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।