আলমডাঙ্গায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক আটক

আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গায় পুলিশের অভিযানে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রাজন (২৭) নামের এক যুবককে আটক করা হয়েছে। এসময় জব্দ করা হয় মাদক বিক্রির কাজে ব্যবহৃত মোটরসাইকেল। গতকাল শনিবার সন্ধ্যা সাতটার দিকে মুন্সিগঞ্জ ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে রাজনকে আটক করে। তিনি আলমডাঙ্গার জেহালা ইউনিয়নের সোনাতনপুর গ্রামের মনসের আলীর ছেলে।

মুন্সিগঞ্জ ফাঁড়ির উপ-পরিদর্শক তাপস সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে এএসআই শিপন সঙ্গীয় ফোর্স নিয়ে নতিডাঙ্গা সড়কের মধুখালী মাঠে অভিযান পরিচালনা করেন। এসময় সোনাতনপর গ্রামের রাজনকে আটক করা হয়। সে সময় তার নিকট থেকে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দ করা হয় তার ব্যবহৃত মোটরসাইকেলেটি। গতকালই রাজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেওয়া হয়েছে।