আলমডাঙ্গায় জেলেফান নেছার ইন্তেকাল, দাফন সম্পন্ন

আলমডাঙ্গা অফিস:

আলমডাঙ্গার বিশিষ্ট কাপড় ব্যবসায়ী মৃত ইজ্জত আলী মিয়ার স্ত্রী জেলেফান নেছার দাফন সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার জুম্মা নামাজের পর আলমডাঙ্গা দারুস সালাম কবরস্থানে তাঁকে দাফন করা হয়। এরপূর্বে গত বৃহস্পতিবার দিবাগত রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তিনি। পারিবারিক সূত্রে জানা যায়, কয়েক বছর যাবত তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। এরই মধ্যে গত বৃহস্পতিবার রাতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে স্থানীয় একটি ক্লিনিকে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। গতকাল দারুস সালাম ঈদগাহ মাঠে তার জানাযা নামাজ অনুষ্ঠিত হয়।

জেলেফান নেছার জানাযা ও দাফনকার্যে অংশ নেন আলমডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব মীর মহিউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ নুর মোহাম্মদ জকু, আলহাজ্ব আনোয়ার হোসেন মৃধা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম আজম, সাবেক চেয়ারম্যান আমিরুল ইসলাম মণ্টু, শাহাবুল ইসলাম, হাজী আজাদ, ডা. আল মামুন, ডা. হারুনর রশিদ, তুষার মিয়া, প্রকৌশলী গোলাম নবী, ডা. আকবর আলী, মরহুমের বড় ছেলে জালাল উদ্দিন, আলাল উদ্দিনসহ স্বজন ও প্রতিবেশীরা।