আলমডাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

logo

আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া মিয়াপাড়া থেকে মোছা. রেহেনা খাতুন (৪৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার বেলা দুইটার দিকে স্বামী শাহিদুল ইসলামের গোয়ালঘর থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। জানা গেছে, রেহেনা দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক রোগে ভুগছিলেন। গতকাল বেলা দুইটার তিনি গোয়ালঘরে বাঁশের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেন। পরে পরিবারের লোকজন টের পেয়ে তাকে মৃত অবস্থায় দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।