আলমডাঙ্গায় গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ৩

আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা থানা পুলিশের পৃথক অভিযানে ৪শ গ্রাম গাঁজা ও ২শ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিন মাদক ব্যাবসায়ী আটক হয়েছে। গতকাল সোমবার বিকেলে ও গত রোববার রাতে পৃথকস্থানে অভিযান চালিয়ে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তাদেরকে আটক করে। আটককৃতরা উপজেলার ওসমানপুর গ্রামের বিশ্বাসপাড়ার মৃত খোদাবক্সের ছেলে আত্তাব আলী, নওদা বণ্ডবিল গ্রামের মৃত মওলা বক্সের ছেলে কামাল (৪৭) ও উপজেলার জেহালা ইউনিয়নের মৃত তাইজেল জোয়ার্দ্দারের ছেলে শাহাবুল জোয়ার্দ্দার (৪০)।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে গতকাল সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে এসআই সঞ্জিত সাহা সঙ্গীয় ফোর্স নিয়ে আলমডাঙ্গার নান্নু-টগর সড়কে অবস্থান নেয়। এ সময় একটি ইজিবাইকযোগে কামাল ও শাহাবুল জোয়ার্দ্দার সড়কের সামনের একটি চায়ের দোকানের সামনে এসে দাঁড়ায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে দুজনকেই আটক করা হয়। পরে তাদের শরীর তল্লাশি করে কামালের নিকট থেকে ১২০ পিস ও শাহাবুলের নিকট ৮০ পিসসহ মোট ২০০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার হয়।
এদিকে, গত রোববার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার ওসমানপুর গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে আত্তাব আলীর নিজ ঘর থেকে ৪শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এসময় তাকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘আটককৃত তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।’