
আলমডাঙ্গা অফিস:
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কুমারী ভেটেরিনারি ইন্সটিটিউটের প্রয়াত গোলাম রহমান বকুলের কয়েক লাখ টাকার মূল্যের কাঠ চুরির অভিযোগ উঠেছে একই প্রতিষ্ঠানের কর্মী সাহিবুল ইসলামের বিরুদ্ধে। গত শুক্রবার সকালে ভেটেরিনারি ইন্সটিটিউটের একটি পরিত্যক্ত রুমের তালা ভেঙ্গে প্রয়াত গোলাম রহমান বকুলের কাঠগুলি নিয়ে যান বলে অভিযোগ করেছেন প্রয়াত গোলাম রহমান বকুলের পরিবারের সদস্যরা। ঘটনাটি জানাজানি হলে এলাকায় সমালোচনার সৃষ্টি হয়। অভিযুক্ত সাহিবুল ইসলাম কুমারী গ্রামের মসলেম উদ্দীনের ছেলে ও কুমারী ভেটেরিনারি ইন্সটিটিউটের মাস্টাররোলে চাকুরিরত। নিহত গোলাম রহমান বকুলের ভাই মজনুর রহমান বলেন, ‘আমার ভাই বকুলের কয়েক লাখ টাকার কাঠাল ও শিশুগাছের কয়েক লাখ টাকার কাঠ সাহিবুল ইসলাম চুরি করে নিয়ে গেছেন। মোবাইলফোনে পরিচিত এক ব্যক্তি আমাকে জানান শুক্রবার ভোরে সাহিবুল ভ্যানভর্তি করে কাঠগুলি বাড়িতে নিয়ে যান। পরে ভাতিজা সোহানকে সঙ্গে নিয়ে আমি সাহিবুলের বাড়িতে যায়। সে কাঠগুলি নিয়ে এসেছে স্বীকার করে বলে, ‘খড়ি করার জন্য কাঠগুলি নিয়ে এসেছি।’ অথচ একটি কাঠও নষ্ঠ হয়নি। এ ঘটনায় আমরা ভেটেরিনারি ইন্সটিটিউটের অধ্যক্ষের নিকট সাহিবুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ করেছি।’