আলমডাঙ্গায় কাঁচা রাস্তার এইচবিবিকরণ কাজের উদ্বোধন

আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা উপজেলা খাদিমপুর ইউনিয়নের কাঁচা রাস্তা এইচবিবিকরণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার খাদিমপুর ইউনিয়নের আলিহাটনগর ওমর মোড় থেকে কাঠালিয়া সড়ক পর্যন্ত ৭০০ মিটার দৈর্ঘ্যরে রাস্তাটির এইচবিবিকরণ কাজের উদ্বোধন করা হয়। খাদিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাহিদুর রহমান জোয়ার্দ্দার লোটাস এ উন্নয়নকাজের উদ্বোধন করেন।
উদ্বোধনকালে তিনি বলেন, ‘চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপির একান্ত ইচ্ছায় এই এলাকার মানুষের দুর্ভোগ লাঘবে কাঁচা রাস্তা এইচবিবিকরণ করা হচ্ছে।’ এসময় খাদিমপুর ইউপি সদস্যসহ গ্রামের সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।