আলমডাঙ্গায় কবিতা পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত

আলমডাঙ্গা অফিস:

আলমডাঙ্গা সাহিত্য পরিষদের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কবিতা পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল পাঁচটার দিকে আলমডাঙ্গা বধ্যভূমি চত্ত্বরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাহিত্য পরিষদের সদস্য ও গাঙচিল সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি হাবিবুর রহমান। প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা সাহিত্য পরিষদের সহসভাপতি হামিদুল ইসলাম আজম। তিনি বলেন, ‘একুশের চেতনা আমাদের আগামী প্রজন্মকে জানাতে হবে। একুশের রক্তের সিড়ি বেয়েই ৭১’এ স্বাধীনতা অর্জিত হয়েছিল। তাই সকল ভাষাশহিদদের আত্মার মাগফিরাত কামনা করছি।’

সভায় সাহিত্য পরিষদের সাংগঠনিক সম্পাদক ও আলাউদ্দিন আহম্মেদ পাঠাগারের পরিচালক কবি গোলাম রহমান চৌধুরীর উপস্থাপনায় বক্তব্য ও কবিতা পাঠ করেন গাঙচিল সাহিত্য সাংস্কৃতিক পরিষদের সভাপতি শিক্ষক জামিরুল ইসলাম খান, সাহিত্য পরিষদের সদস্য কবি আব্দুল খালেক, কবি অহর আলী, কবি এম সিদ্দিকুর রহমান, কবি মিজানুর রহমান, কবি আলতাব হোসেন, কবি মহসিন প্রমুখ। সভায় ভাষাশহিদ ও সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মরহুম আ ফ ম সিরাজ সামজীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।