
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গায় অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ ছাকেম আলী (২৯) নামের এক যুবককে আটক করেছে র্যাব-১২। গতকাল সোমবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার হাটবোয়ালিয়া থেকে তাকে আটক করা হয়। তিনি মেহেরপুরের গাংনীর আরপাড়া গ্রামের রবিউল ইসলামের ছেলে।
সূত্রে জানা যায়, গতকাল সকালে গাংনীর হেমায়েতপুর এলাকায় টহল দিচ্ছিল র্যাব-১২ একটি দল। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে এক মাদক বিক্রেতা আলমডাঙ্গার হাটবোয়ালিয়ায় গাঁজা বিক্রির জন্য অবস্থান করছে। এর পরিপ্রেক্ষিতে র্যাব সদস্যরা সেখানে অভিযান পরিচালনা করেন। এ সময় ছাকেম আলীকে আটক করেন। পরে তার কাছ থেকে ৯৬০ গ্রাম গাঁজা উদ্ধার করে।
র্যাব-১২ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছাকেম আলী মাদক ব্যবসার সাথে জড়িত বলে স্বীকার করেছেন। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন জায়গা থেকে গাঁজা এনে উপজেলায় বিক্রি করত। এ ঘটনায় দুপুরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আলমডাঙ্গা থানায় মামলা করার পর থানা হেফাজতে দেওয়া হয়েছে।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘র্যাব-১২ সোমবার দুপুরে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে র্যাবের দেওয়া এজাহার মামলা হিসেবে এন্ট্রি করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’