আলমডাঙ্গায় উপজেলা কৃষক লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আলমডাঙ্গা অফিস: আগামী ১২ মার্চ কৃষক সমাবেশ সফল করার লক্ষে প্রস্তুতি সভা করেছে আলমডাঙ্গা উপজেলা কৃষক লীগ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় দলীয় কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। আলমডাঙ্গা উপজেলা কৃষক লীগের সভাপতি এম আজিজুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক নাজমুল ইসলাম পানু। তিনি বলেন, ‘এই সরকার কৃষকবান্ধব সরকার, এই সরকারের আমলে কৃষকদের বিনা টাকায়, সার, বীজসহ কৃষি উপকরণ দিচ্ছে। এছাড়াও কৃষি খাতে কোটি কোটি টাকা ভর্তুকি দিচ্ছে।’

আলমডাঙ্গা পৌর কৃষক লীগের সাধারণ সম্পাদক শাহাবুল হকের উপস্থাপনায় আরও বক্তব্য দেন পৌর কৃষক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৌমেন্দ্র নাথ সাহা, উপজেলা কৃষক লীগের সহসভাপতি আবুল কালাম আজাদ, অভিমুন্য কুন্ডু, ফজলুর রহমান, কাশেম আলী, সৌয়েব হোসেন, রজব আলী, বসুদেব বেদ, আমজাদ হোসেন, হালিম হোসেন, আব্দুর রাজ্জাক, মাহাতাব হোসেন প্রমুখ। সভায় ১২ মার্চ কৃষক সমাবেশ সফল করার জন্য কয়েকটি উপ-কমিটি গঠন করা হয়।