আলমডাঙ্গা ইসলামী ব্যাংকের উদ্যোগে ‘সর্বজনীন কল্যাণে মাহে রমজান’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার ইফতার পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক আলমডাঙ্গা শাখার ম্যানেজার আব্দুল ওয়াদুদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌরসভার মেয়র আলহাজ্ব হাসান কাদির গনু। স্বাগত বক্তব্য দেন আলমডাঙ্গা ইসলামী ব্যাংক শাখার ম্যানেজার (অপারেশন) মোমিনুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম ও আলমডাঙ্গা বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন। এছাড়াও উপস্থিত ছিলেন বণিক সমিতির সাধারণ সম্পাদক কামাল হোসেন, কোষাধ্যক্ষ আলাউদ্দিন আহম্মেদ, আলমডাঙ্গা মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা রবিউল হক, ভবনের মালিক কুরবান আলী, ভাটা মালিক আলহাজ্ব আবু মুছা, সরকারি কলেজের প্রভাষক আমিনুল ইসলাম, সাবেক ব্যাংক অফিসার রবিউল ইসলাম, ব্যবসায়ী উজ্জল হোসেনসহ আলমডাঙ্গা শহরের ব্যবসায়ীবৃন্দ।