নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ইটবাহী ট্রাক্টারের চাকায় পিষ্ট হয়ে আমিনুল ইসলাম (৬০) নামের এক ভ্যান আরোহীর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ৪টার দিকে উপজেলার বড়গাংনী পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়দের সহায়তায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। আমিনুল আলমডাঙ্গার বড়গাংনী গ্রামের পশ্চিমপাড়ার আলিম উদ্দিনের ছেলে। তিনি পেশায় আলমসাধু চালক ছিলেন।
আলিমের চাচাত ভাই লিটন হোসেন বলেন, ‘আমিনুল আলমসাধু চালাতেন। আজ (গতকাল) বাজার করার জন্য পাখি ভ্যানে বাড়ি থেকে বড়গাংনী বাজারে আসছিলেন। ভ্যানটি বড়গাংনী পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে পৌঁছালে পেছন থেকে একটি ইটবাহী ট্রাক্টর ভ্যানটিকে ধাক্কা দেয়। এ সময় আমিনুল ভ্যান থেকে পড়ে গেলে ট্রাক্টরটি তাকে পিষ্ট করে চলে যায়। সম্পূর্ণ ঘটনাটি আমার চোখের সামনেই ঘটেছে। পরে স্থানীয়দের সাহায্যে আমিনুলকে সদর হাসপাতালে নিলে ডাক্তার মৃত ঘোষণা করেন।’
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জয়া বলেন, ‘বিকেল পাঁচটার দিকে আমিনুলকে রক্তাক্ত অবস্থায় জরুরি বিভাগে আনা হয়। জানতে পারি তিনি সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। তবে জরুরি বিভাগে আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি। হাপসাতালে নেওয়ার পূর্বে তার মৃত্যু হয়েছে।’
এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘আলমডাঙ্গা থানার বড়গাংনী পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে আমিনুল ইসলাম নামের এক ভ্যান আরোহীর মৃত্যু হয়। এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়ায় লাশ দাফনের জন্য পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হয়েছে।’