আলমডাঙ্গায় আনাম ফাউন্ডেশনের উদ্যোগে বসন্ত উৎসব

সমীকরণ প্রতিবেদক:
আলমডাঙ্গার মোচাইনগর আনাম ফাউন্ডেশনের উদ্যোগে বসন্ত উৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল চারটার দিকে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী সহসভাপতি ও গাংনী ইউপি চেয়ারম্যান মুন্সি মোহাম্মদ এমদাদুল হক। প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক কার্যনির্বাহী সদস্য অ্যাড. বেলাল হোসেন।
অনুষ্ঠান পরিচালনা করেন আনাম ফাউন্ডেশনের পরিচালক ও বেসরকারি টেলিভিশন মাছরাঙ্গা টিভির সিনিয়র ক্যামেরাম্যান ওমর আব্দুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন গাংনী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আবদুল্লাহ ওমর মিটন মিয়া, এমদাদুল হক ওদুদ, গাংনী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামসুর রহমান শামু, আলী রেজা ছিল, জমির উদ্দিন, ইসমাইল হোসেন বিশ্বাস, জহুরুল বিশ্বাস, বিপ্লব হোসেন, আব্দুল বাকী আজাদ প্রমুখ।