আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গার কামালপুর গ্রামে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যার প্ররোচনার মামলার প্রধান আসামি শাকিল মাস্টার গ্রেপ্তার হয়েছে। গতকাল সোমবার বিকেলে আঠারোখাদা বাজারে এসআই আমিনুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। জানা যায়, আলমডাঙ্গা উপজেলার কামালপুর গ্রামের প্রবাসী নাজমুল ইসলামের স্ত্রী সোনিয়া খাতুন (২২) উত্যক্তকারীদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গত ২৫ ফেব্রুয়ারি আত্মহত্যা করেন। এ ঘটনার পর নিহত সোনিয়া খাতুনের পিতা সকির উদ্দীন বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে থানায় আত্মহত্যা প্ররোচনা মামলা দায়ের করেন। এই মামলার প্রধান আসামী করা হয় শাকিল মাস্টারকে। আজ মঙ্গলবার সংশ্লিষ্ট মামলায় শাকিল মাস্টারকে আদালতে সোপর্দ করা হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।