আলমডাঙ্গায় আইএফআইসি আলমডাঙ্গা উপ-শাখার উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে সত্যনারায়ণ মন্দিরের মার্কেটের ২য় তলায় এ ব্যাংকের উপ-শাখার উদ্বোধন করা হয়। আলমডাঙ্গা পৌর মেয়র হাসান কাদির গনু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ব্যাংকের উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকটির পোড়াদহ শাখার ম্যানেজার সোলায়মান হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম, বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, সম্পাদক কামাল হোসেন, আলমডাঙ্গা পূজা উদ্যাপন কমিটির সভাপতি ডা. অমল কুমার বিশ্বাস, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক প্রশান্ত অধিকারী, প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মণ্টু, সম্পাদক খ. হামিদুল ইসলাম, বণিক সমিতির কোষাধ্যক্ষ আলাউদ্দিন, পৌরসভার সাবেক কাউন্সিলর সামছাদ রানু প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংকের কর্মকর্তা শামিম হাসান, আব্দুল্লাহ আল আরাফাত, তৌহিদ হাসান, জাকির হাসান, হাসান আলী প্রমুখ। সভা শেষে ফিতা কেটে আলমডাঙ্গা আইএফআইসি ব্যাংক শাখার শুভ উদ্বোধন করা হয়।