
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গার বধ্যভূমি সংলগ্ন সরকারি জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর এবং সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা নাহিদ এ অভিযান পরিচালনা করেন। জানা গেছে, আলমডাঙ্গার বধ্যভূমি সংলগ্ন এলাকায় সরকারি জমিতে বেশকিছু অবৈধ স্থাপনা গড়ে ওঠেছিল। এসব স্থাপনা সরিয়ে নিতে বেশ কয়েকবার নির্দেশ দেওয়া হয়। তারপরও স্থাপনা না সরিয়ে নেওয়ায় গতকাল প্রশাসন উচ্ছেদ অভিযান পরিচালনা করে একটি স’মিল, দুটি দোকান ও ৩টি কাঁচাঘর উচ্ছেদ করে। অভিযানে সহযোগিতা করে থানা-পুলিশের একটি দল।