
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা উপজেলার গোবিন্দপুর গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক শামসুজ্জোহা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গত বুধবার রাত ১২টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবাকি সূত্রে জানা যায়, গত বুধবার রাত ১২টার দিকে নিজ বাড়িতে আবস্থানকালে হৃদরোগে আক্রান্ত হন। এসময় পরিবারের সদস্যরা তাঁকে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়ার পথে তার মৃত্যু হয়। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় গোবিন্দপুরে জানাজা শেষে একই গ্রামের কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।