দর্শনা পৌর সার্ভিস অ্যাসোসিয়শনে সাধারণ সভা অনুষ্ঠিত
দর্শনা অফিস:
দর্শনা পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়শনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটায় পৌর কর শাখায় এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। দর্শনা পৌরসভার কর নির্ধারক সরোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় দর্শনা পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়শনের সাবেক সভাপতি শাহ আলম বিগত বছরের আয়-ব্যয়ের হিসাব তুলে ধরেন। এরপর সংক্ষিপ্ত আলোচনা করেন হারুন অর রশিদ আরিফিন হোসেন, আব্দুর রাজ্জাক, আওলাদ হোসেন মমিনুল ইসলাম, জাহিদুল ইসলাম, ইউনুছ আলী, রুহুল আমিন প্রমুখ। সভায় আরও উপস্থিত ছিলেন শফিকুল ইসলাম, শহিদুল ইসলাম, গোলাম কিবরিয়া, ইনতাজ আলীসহ আরও অনেকে। সাধারণ সভার আলোচনা শেষে উপস্থিত সব সদস্যের সর্বসম্মতিক্রমে আগামী ২ বছরের জন্য দর্শনা পৌরসভার সার্ভিস অ্যাসোসিয়শনের জন্য পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এ সভায় সভাপতি পদে আরিফিন হোসেন, সহসভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, সহ-সম্পাদক জাহিদুল ইসলাম, ক্যাশিয়ার হিসাবে মমিনুল ইসলামকে নির্বাচিত করা হয়। সাধারণ সভা পরিচালনা করেন পৌর কর্মকর্তা শাহ আলম।
