আন্তর্জাতিক ডেস্ক:
আরব আমিরাতের সঙ্গে চুক্তির পর আরো বেপরোয়া হয়ে উঠেছে ইসরাইল। গত রবিবার গাজা সীমান্তে নতুন প্রযুক্তির লেজার সিস্টেম স্থাপন করে ইসরাইলি পুলিশ। গাজা ভূখণ্ড থেকে যেকোনো হামলা প্রতিহত করতে এ লেজার স্থাপন করা হয়েছে বলে দাবি ইসরাইলি বাহিনীর। ইসরাইলি পুলিশের মুখপাত্র মিকি রোজেনফিল্ড বলেন, গাজা ভূখণ্ড থেকে আমাদের ওপর নানা হুমকি রয়েছে। আমাদের নতুন এই লেজার সিস্টেম কোনো ধরনের প্রাণহানি ছাড়াই অপ্রত্যাশিত বস্তু ভূপাতিত করতে পারে। এর আগে শনিবার গাজা ভূখণ্ডে আবারো বিমান হামলা চালায় ইসরাইলি বাহিনী। তাদের দাবি, গাজা থেকে হামলার জবাবেই ওই হামলা চালানো হয়। পরবর্তী সময়ে আরো হামলা চালানো হবে বলেও হুঁশিয়ার করেছে ইসরাইলি বাহিনী। ইসরাইলি বাহিনীর এমন বেপরোয়া হয়ে ওঠার পরিপ্রেক্ষিতে লেবাননের স্বশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ হুমকি দিয়ে বলেছেন, ইসরাইলি সেনা হত্যার মাধ্যমে তেলআবিবের আগ্রাসনের জবাব দেওয়া হবে। হিজবুল্লাহ প্রধান বলেন, ইসরাইলকে বুঝতে হবে, যখন আমাদের একজন যোদ্ধাকে হত্যা করা হবে তখন তাদের এক সেনাকে হত্যার মাধ্যমে এর জবাব দেওয়া হবে। এ অঞ্চলে চলমান ইসরাইলি আগ্রাসন রুখতে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে।