বিশ্ব ডেস্ক: দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইন বলেছেন, উত্তর কোরিয়া সঙ্গে উত্তেজনা কমানোর জন্য তিনি আমেরিকার সঙ্গে সামরিক মহড়া স্থগিত করতে প্রস্তুত রয়েছেন। মার্কিন এনবিসি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, বিষয়টি বিবেচনার জন্য এরইমধ্যে তিনি আমেরিকার সঙ্গে কথা বলেছেন। মুন জে-ইন বলেন, সামরিক মহড়া স্থগিত করার বিষয়টি বিবেচনা করা দক্ষিণ কোরিয়া ও আমেরিকার পক্ষে সম্ভব। তিনি আরো বলেন, আমি আমেরিকাকে এমন পরামর্শ দিয়েছি এবং আমেরিকা বিষয়টি বর্তমানে পর্যালোচনা করে দেখছে। তবে এসবই উত্তর কোরিয়ার আচরণের ওপর নির্ভর করছে। খবর : এএফপির। গত কয়েক মাস ধরে আমেরিকা ও দক্ষিণ কোরিয়া বিশাল বিশাল সামরিক মহড়া চালিয়েছে এবং আরো মহড়ার পরিকল্পনা রয়েছে। উত্তর কোরিয়ার যখন সঙ্গে যখন আমেরিকার মারাত্মক সামরিক টানাপড়েন চলছে তখন সিউল এবং ওয়াশিংটন এসব মহড়া চালাচ্ছে। বরাবরের মতোই উত্তর কোরিয়া যৌথ মহড়ার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আসছে।