খেলাধুলা ডেস্ক: শ্রীলংকা দলের সাম্প্রতিক পারফরম্যান্স খুব আহামরি না। বিদেশের মাটিতে বাজে খেলার পাশাপাশি দেশেও নাস্তানাবুদ হচ্ছেন ম্যাথুজ-উপুল থারঙ্গারা। তবে এ বার দল নির্বাচন নিয়ে প্রশ্ন তুলে ক্রিকেট বোর্ডের ওপর চাপ বাড়িয়ে দিয়েছেন লাসিথ মালিঙ্গা। বাংলাদেশের বিপক্ষে ২৩ জনের যে দল নির্বাচন কমিটি গড়েছেন তা নিয়েই প্রশ্ন মালিঙ্গার। কারণ অভিজ্ঞ খেলোয়াড় হিসেবে বাংলাদেশ সফরে থাকার কথা ছিল মালিঙ্গার। তবে শেষ পর্যন্ত তিনি দলে ডাক পাননি। মালিঙ্গা বলেন, সাধারণত যারা ২৫-২৬ বছর বয়সী ক্রিকেটার তাদের একটানা না খেলিয়ে বিশ্রাম দেয়া প্রয়োজন। কারণ তারা এখনও বহু দিন খেলবে। কিন্তু আমার মতো বয়সী যারা, তাদের বিশ্রামের কোনও প্রয়োজন নেই। আমরা বড় জোর আর এক বা দু’বছর ক্রিকেট খেলতে পারব। মালিঙ্গা ক্ষোভ নিয়ে বলেন, কোনো প্রয়োজন নেই, তবুও আমাকে বিশ্রামে পাঠানো হচ্ছে। চলতি মওসুমে সর্বশেষ ভারতের বিরুদ্ধে বছরের শুরুতে একটি মাত্র টি২০ খেলেছেন মালিঙ্গা। এর পরই ‘রহস্যজনক’ভাবে বিশ্রামে চলে যান তিনি।