প্রতিবেদক, আমঝুপি:
মেহেরপুরে মাদক রাখার দায়ে মোহাম্মদ আলী নামের এক ব্যক্তিকে ৩ মাসের কারাদণ্ড ও ১ শ টাকা অর্থদণ্ড করা হয়েছে। গতকাল রোববার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলার কোলা গ্রামে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মোহাম্মদ আলীকে এ দণ্ড দেওয়া হয়।
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৯(১)(গ) অপরাধে দোষী সাব্যস্ত ক্রমে একই আইনের ৩৬ (১) সারণির ২১ ধারায় ৩ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ডের আদেশ দেন। মোহাম্মদ আলী মেহেরপুর সদর উপজেলার কোলা গ্রােেমর আমির কারিগরের ছেলে। এর আগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে অভিযান চালিয়ে মোহাম্মদ আলীকে গাঁজাসহ গ্রেপ্তার করেন।
প্রধান সম্পাদক : নাজমুল হক স্বপন, সম্পাদক ও প্রকাশক : মো. শরীফুজ্জামান। পুলিশ পার্ক লেন, কোর্ট রোড চুয়াডাঙ্গা থেকে কম্পোজ করে হুছাইন প্রিন্টিং প্রেস বড় বাজার থেকে প্রকাশক কর্তৃক প্রকাশিত। বার্তা সম্পাদক : ০১৭০৫৪০১৪৬৪, বার্তা বিভাগ: +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬, ০১৭০৫৪০১৪৭৪, অনলাইন বিভাগ: ০১৭০৫৪০১৪৬৩, বিজ্ঞাপন বিভাগ : ০১৭০৫৪০১৪৬৬, সার্কুলেশন বিভাগ : ০১৭০৫৪০১৪৬৭ প্রধান অফিস: পুলিশ পার্ক লেন, চুয়াডাঙ্গা, ঢাকা অফিস: ১৬৭/৭, ফ্লোর- ৩, ফকিরাপুল, ঢাকা।
© কপিরাইট - ২০২২ | দৈনিক সময়ের সমীকরণ কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত