প্রতিবেদক, আমঝুপি:
মেহেরপুরে মাদক রাখার দায়ে মোহাম্মদ আলী নামের এক ব্যক্তিকে ৩ মাসের কারাদণ্ড ও ১ শ টাকা অর্থদণ্ড করা হয়েছে। গতকাল রোববার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলার কোলা গ্রামে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মোহাম্মদ আলীকে এ দণ্ড দেওয়া হয়।
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৯(১)(গ) অপরাধে দোষী সাব্যস্ত ক্রমে একই আইনের ৩৬ (১) সারণির ২১ ধারায় ৩ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ডের আদেশ দেন। মোহাম্মদ আলী মেহেরপুর সদর উপজেলার কোলা গ্রােেমর আমির কারিগরের ছেলে। এর আগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে অভিযান চালিয়ে মোহাম্মদ আলীকে গাঁজাসহ গ্রেপ্তার করেন।

দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।