প্রতিবেদক, বারাদী/ আমঝুপি:
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি পাবলিক ক্লাব ও লাইব্রেরির উদ্যোগে আমঝুপি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে ভাঙবাড়িয়া ফুটবল একাডেমি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। গতকাল শনিবারে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ভাংবাড়িয়া ফুটবল একাডেমি ২-০ গোলে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত ভাগ্য টাইব্রেকারে ৪-২ গোলে স্বাগতিক আমঝুপি পাবলিক লাইব্রেরিকে পরাজিত করে শিরোপা জয় করে। টুর্নামেন্টে ভাংবাড়িয়ার গোলরক্ষক আরাফাত ম্যান অফ দ্যা ম্যাচ এবং একই দলের মেরাজ ম্যান অফ দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন। আমঝুপি পাবলিক লাইব্রেরীর সেলিম সর্বোচ্চ গোলদাতার পুরস্কার লাভ করেন। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সরফরাজ হোসেন মৃদুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন। আমঝুপি ইউনিয়নের চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ চুন্নুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাজনপুর ইউনিয়নের চেয়ারম্যান আমাম হাসান মিলু, জাহানারা ল্যাব এন্ড নার্সিং হোমের স্বত্বাধিকার ডা. মেহেদী হাসান লিটন।
