বারাদি প্রতিনিধি: আমঝুপিতে ডাঃ মহি উদ্দীন আহামেদ স্মৃতি ফুটবল লীগে আমঝুপি পাবলিক ক্লাব লাইব্রেরী চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল শনিবার বিকেলে আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনালে তারা চাঁদবিল শেরে বাংলা ক্লাবকে ট্রাইবেকারে ৫-৪ গোলে পরাজিত করে। খেলার শুরু থেকেই উভয় দল আক্রমনাত্মক ফুটবল খেলে। প্রথমার্ধের ১০ মিনিটের মাথায় শাহিনের দেয়া গোলে এগিয়ে যায় আমঝুপি পাবলিক ক্লাব লাইব্রেরী। তারপর থেকেই আক্রমনের ধার বাড়িয়ে দেয় চাঁদবিল শেরে বাংলা ক্লাব। প্রথমার্ধের ৩০ মিনিটে পাপ্পুর দেয়া গোলে সমতা ফেরায় তারা। ২য়ার্ধের উভয়দল আক্রমন পাল্টা আক্রমন করে খেলতে থাকে। তবে বেশ কয়েকটি সহজ সুযোগ পেলেও গোল করতে ব্যর্থ হয় তারা। ফলে খেলা গড়াই ট্রাইবেকারে। ট্রাইবেকারে একটি গোল করতে ব্যর্থ হয় চাঁদবিল শেরে বাংলা ক্লাব। ৫-৪ গোলের ব্যবধানে চ্যাম্পিয়ন হয় আমঝুপি পাবলিক ক্লাব লাইব্রেরী। ফাইনালে সেরা খেলোয়াড় নির্বাচিত হয় চ্যাম্পিয়ন দলের মুরাদ ও সেরা গোলদাতা হন রানার আপ দলের সোহাগ। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বোরহান উদ্দীন চুন্নু, নিরাপদ সড়ক চাই সংগঠনের সভাপতি ডাঃ আবুল বাশার, আমঝুপি পাবলিক ক্লাব লাইব্রেরীর সাধারণ সম্পাদক মতিউল আশরাফ, সহ-সভাপতি ওমর ফারুক লিটন, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট রফিক-উল আলম, আমঝুপি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান। বিপুল সংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন।