বারাদী প্রতিনিধি: মেহেরপুরের সদর উপজেলার আমঝুঁপিতে মরহুম ডাঃ মহিউদ্দিন আহামেদ স্মৃতি ফুটবল লীগে রাজনগর পাবলিক ক্লাব জয়লাভ করেছে। গতকাল সোমবার বিকেলে আমঝুঁপি মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় বিজয়ী দল ২-০ গোলে রাজাপুর একাদশকে পরাজিত করে। খেলার শুরু থেকেই রাজনগর পাবলিক ক্লাব প্রতিপক্ষের উপর প্রাধান্য বিস্তার করে খেলতে থাকে। প্রথমার্ধের তিন মিনিটে জুয়েলের গোলে এগিয়ে যায় বিজয়ী দল। ২০ মিনিটের মাথায় পেনাল্টিতে লিংকনের গোলে ব্যবধান বাড়ায় তারা। ২য়ার্ধে আর কোন গোল না হওয়ায় রাজনগর পাবলিক ক্লাব জয় নিয়ে মাঠ ছাড়েন। বিজয়ী দলের মোহন সেরা খেলোয়াড় নির্বাচিত হয়।
দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।