আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের সভাপতি হলেন রফিকুল হাসান তনু
- আপলোড টাইম : ০৯:৩৫:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪
- / ১৫ বার পড়া হয়েছে
দামুড়হুদা উপজেলার আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি নির্বাচিত হয়েছেন দামুড়হুদা থানা বিএনপি সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর স্বাক্ষরিত এক পত্রে তাকে সভাপতি হিসেবে অনুমোদন দেওয়া হয়।
জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মুখে স্বৈরাচারী শেখ হাসিনা পদত্যাগ করার পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সব কলেজের গভর্নিং কমিটি বিলুপ্ত করা হয়। পরে দামুড়হুদা উপজেলার আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের সভাপতি পদে দামুড়হুদা থানা বিএনপি সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল হাসান তনুর নাম প্রস্তাব করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বরাবর পাঠানো হয়। যাচাই-বাছাই শেষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর কর্তৃক স্বাক্ষরিত পত্রে আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি হিসেবে তার নাম অনুমোদন দেওয়া হয়।
আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি হওয়ায় রফিকুল হাসান তনুকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সরাসরি এবং ফেসবুকের মাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।